ঘাসফুল নির্বাহী কমিটির সভা সংস্থার প্রধান কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘাসফুল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর–উল–আমিন চৌধুরী। সভার শুরুতে নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদের এফসিএ লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড একাউন্টিং ক্যাটাগরিতে টপ–ফিফটি উইম্যান গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করায় ঘাসফুল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। ঘাসফুলের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম এল রহমানসহ গত পঞ্চাশ বছরে ঘাসফুল সহযাত্রী যেসব সহকর্মী মারা গেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। উপস্থিত নির্বাহী কমিটির সদস্যগণ গ্রামীণ জনগণের জন্য গৃহীত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করে কার্যক্রম আরো জোরদার করার তাগিদ দেন। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন ঘাসফুল নির্বাহী কমিটির সহসভাপতি শিব নারায়ণ কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, কবিতা বড়ুয়া, গোলাম মোস্তফা, প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ। সভায় সংস্থার ফিন্যান্স অ্যান্ড অডিট কমিটি পুনঃগঠন, ২০২৩–২৪ অর্থবছরের বাজেট এবং ২০২২–২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং বিভিন্ন নীতিমালার অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।