পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন সংস্থা ঘাসফুল প্রতিবছরের মতো এবারও হাতে নিয়েছে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি। ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগে এবং বনায়ন–এর সহযোগিতায় চলতি বছরের সপ্তাহব্যাপী চারাবিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১৪ জুলাই।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার কারিতাস বাংলাদেশের সহযোগিতায় বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়নে ঘাসফুল বাস্তবায়নাধীন এমসিএমপিপি প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় জনগণের মাঝে দুইহাজার ফলদ, বনজ, ওষুধি গাছের চারাবিতরণ করা হয়। চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ইমতিয়াজ উদ্দিন। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তানজিম ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রামের এমসিএমপিপি প্রকল্পের সমন্বয়কারী ব্রায়ান এন্থুনি, প্রোগ্রাম অফিসার ও কর্মসূচি প্রধান এমদাদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন, ঘাসফুল প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ এবং প্রোগ্রাম কো–অর্ডিনেটর সিরাজুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্পের মাঠ কর্মী আয়াতুন নূর। সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরীসহ সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে মোট ১২,০০০ গাছের চারা। প্রেস বিজ্ঞপ্তি।