ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত ও ৫৯ জন আহত হয়। সেখানে একটি মোটর সাইকেলের সাথে বিস্ফোরক পরিবহন করা একটি ট্রাকের ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র। খবর বাসসের।
ওই দিনরাতে দেয়া এক বিবৃতিতে তথ্যমন্ত্রী কোজো ওপং নক্রমাহ বলেন, এ ঘটনায় ‘মোট ১৭ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা এবং ঘটনাস্থল থেকে আহত ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে।