ঘানার পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে নিহত ১৭ আহত ৫৯

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত ও ৫৯ জন আহত হয়। সেখানে একটি মোটর সাইকেলের সাথে বিস্ফোরক পরিবহন করা একটি ট্রাকের ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র। খবর বাসসের।
ওই দিনরাতে দেয়া এক বিবৃতিতে তথ্যমন্ত্রী কোজো ওপং নক্রমাহ বলেন, এ ঘটনায় ‘মোট ১৭ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা এবং ঘটনাস্থল থেকে আহত ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ ক্রিকেটে চিটাগাং ক্রিকেট একাডেমি জয়ী
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭ বছর পর নিখোঁজ বিমানের সন্ধান