ঘাটফরহাদবেগে অবৈধ নলকূপ, ওয়াসার জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা ঘাটফরহাদবেগ এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনের অপরাধে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক লাখ টাকা রাজস্ব আদায় করেছে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নুর জাহান শীলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া অবৈধভাবে এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপন করেছিল। তাকে অর্থদণ্ডের পাশাপাশি নলকূপটি লাইসেন্সের আওতায় আনা হয়। এ সময় এক লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। এছাড়া বকেয়া পানির বিল পরিশোধ না করার কারণে আরও এক ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধনবীন মেলার ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী