ঘরে-বাইরে সবক্ষেত্রে নারীর সাফল্য আছে

সেমিনারে বক্তারা

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশের নারীরা আজ অনেক ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। যে দেশে একসময় নারীরা ঘরের বাইরে যাওয়া দুঃসাধ্য ও দুরূহ ব্যাপার ছিল আজ সে দেশের নারীরা ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নেতৃত্বের আসনে। দেশের এমন কোন জায়গা নেই, যেখানে নারীর পদচারণা ও সফলতা নেই। আজ বাঙালি নারী মানে জয়ধ্বনি ও জয়রত। বলতে গেলে নারীর ক্ষমতায় ও অগ্রযাত্রায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান অনন্য ও অনস্বীকার্য। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত বিশ্ব নারী দিবসের আলোচনায় বক্তারা একথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিশ্ব নারী দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন। গত ১৫ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক ববি বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন চকবাজার কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম রহমান, ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আরা বেগম। সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ হাসান মুরাদ। সম্মাননা প্রাপ্ত সফল নারীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা সাহেদা সুলতানা, নুসরাত জাহান, জিন্নাত সেলিম রিক্তা, লাকী আক্তার, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, হৈমন্তি আক্তার, মাছুমা কামাল আঁখি, সাজেদা বেগম সাজু, সাথী কামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ‘মুজিববর্ষ আন্তঃক্লাব তর্কযুদ্ধ’ উদ্বোধন