ফয়’স লেক সংলগ্ন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো চালু করা হয়েছে ই-টিকিটিং। ঘরে বসেই কাটতে পারবে টিকিট (www.chittagongzoo.gov.bd) গতকাল সোমবার দুপুরের দিকে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান। খবর বাংলানিউজের। প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হয়েছে প্রভিডেন্ট ফান্ডও। আর চিড়িয়াখানার প্রাণী পরিবহন, খাদ্য পরিবহন ও বিবিধ কাজের জন্য কেনা হয়েছে একটি পিকআপ গাড়ি। আগামী দুই মাসের মধ্যে চিড়িয়াখানায় আসছে বিভিন্ন প্রজাতির প্রাণীও।











