ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সরকার

দাতব্য চিকিৎসালয় উদ্বোধনে এমপি ছালাম

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

চান্দগাঁও শমসের পাড়াস্থ লতিফ জাহান দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেন সংসদ সদস্য আবদুচ ছালাম। গতকাল শুক্রবার লতিফ জাহান ট্রাষ্ট প্রাঙ্গনে চিকিৎসালয় উদ্বোধনকালে আবদুচ ছালাম এমপি বলেন, লতিফ জাহান ট্রাস্ট জনকল্যানের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। দরিদ্র অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্থাপিত লতিফ জাহান দাতব্য চিকিৎসালয় তার অনন্য উদাহরন। তিনি বলেন, ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি শিক্ষানুরাগী হাজী চাঁন্দ মিয়া সওদাগর ও তাঁর পূর্বসূরীদের মানবকল্যাণে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং লতিফ জাহান দাতব্য চিকিৎসালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। ট্রাষ্টের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক এসরাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. টিপু সুলতান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ট্রাষ্ট সেক্রেটারী মো. ওসমান। উপস্থিত ছিলেন মো. হাসান, মোহাম্মদ আলী, কে.এম শহিদুল কাউছার, মো. আবদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের আশপাশের ফুটপাত উচ্ছেদের দাবি ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধদক্ষ মানবসম্পদ গড়ে না উঠলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে না