ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে

সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম ঢেমশা ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তারেক হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, যুব সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আইয়ুব আলী, আইটি সম্পাদক ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, ৩৬ জুলাই পরবর্তী অনুকূল রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষের মাঝে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সাংগঠনিক জবাবদিহিতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের করণীয় নির্ধারণে নানা দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে গবেষণা সেমিনার
পরবর্তী নিবন্ধযুবদল নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন