ঘরের সবাই হাসপাতালে, আলমারি ভেঙে স্বর্ণ ও দলিল নিয়ে গেল চোর

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গামাটির একটি মেডিকেলে অসুস্থ মেয়ের অপারেশন করাতে গত ১১ নভেম্বর পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে যান। গতকাল বুধবার বিকেল ৩টায় এসে দেখেন তাদের ঘর চুরি হয়েছে। আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণ ও জায়গার কিছু কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জমিলার বাপের বাড়ির মো. ফরিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. ফরিদ বলেন, মেয়ের অপারেশন করাতে গত এগারো দিন আগে রাঙ্গামাটিতে যাই। বুধবার (গতকাল) বিকেলে এসে দেখি ঘরের দরজা ভিতর থেকে লাগানো। ঘরের টিন খুলে ভিতরে ঢুকে দেখা যায় ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারির তালা ভেঙে ৩ ভরি স্বর্ণ ও বাড়ির জায়গার কাগজপত্র নিয়ে গেছে চোরের দল। তারা ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকেছে।

স্থানীয় কয়েকজন বলেন, গত তিনদিন আগে রাত ২টার পর থেকে তাদের ঘরে আওয়াজ শোনা গেছে। আমরা তখন ধারণা করেছি পরিবারের সদস্যরা হয়ত এসেছে। কিন্তু ঘরের ভিতর কী হচ্ছে আমরা কিছুই টের পাইনি। বোয়ালখালী থানার ওসি আসহাব উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা হাবিবের পাঁচ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনির্বাচন প্রশ্নে বিএনপি-জামায়াত একঘরে হয়ে পড়েছে : সুজন