যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটি প্রার্থী কমলা হ্যারিস। যার আদি নিবাস যুক্তরাষ্ট্র থেকে ১৪ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। সেখানে হ্যারিসের পিতৃপুরুষের গ্রাম থুলাসেন্দ্রপুরমে তার জন্য চলছে পূজার্চনা–প্রার্থনা। মন্দিরে পুজো দিচ্ছেন গ্রামবাসীরা, প্রসাদ বিতরণ হচ্ছে। খবর বিডিনিউজের।
প্রার্থনা একটাই–ঘরের মেয়ে যেন জেতে। তামিলনাড়ুর ছায়া সুনিবিড় থুলাসেন্দ্রাপুরাম গ্রামে একশ বছরেরও বেশি সময় আগে জন্ম নিয়েছিলেন হ্যারিসের নানা পিভি গোপালান। চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই অখ্যাত গ্রামই এখন শিরোনামে। রাতারাতি প্রচারের আলোয় আসার কারণ স্বয়ং কমলা হ্যারিস। তার নানা পিভিগোপালান পরে থুলাসেন্দ্রাপুরাম ছেড়ে চলে গিয়েছিলেন চেন্নাই। সেখান থেকে ভারতীয় কূটনৈতিক হিসাবে যান জাম্বিয়ায়। কমলার মা শ্যামলা গোপালনের নিবিড় যোগসূত্র নেই এই গ্রামের সঙ্গে। আর সেভাবে দেশে ফেরেনি গোপালন পরিবার। কিন্তু থুলাসেন্দ্রপুরমের বাসিন্দারা মনে করে কমলা হ্যারিস তাদের ঘরের মেয়েই। মঙ্গলবার সকালে মন্দিরে হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তিনি জিতলে বিশেষ উৎসব উদযাপনেরও ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সালে কমলা জো বাইডেনের ভাইস–প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাসিত হয়েছিলেন।