ঘরের চাল থেকে কবুতর নামাতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:০৩ পূর্বাহ্ণ

ঘরের চাল থেকে কবুতর নামাতে গিয়ে দুর্ঘটনাবশত প্রাণ গেল ৪র্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর। তার নাম মিতুল (১০)। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন ১নং ওয়ার্ড চাগাচর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। দোহাজারী তদন্ত কেন্দ্রের আইসি আবদুল হালিম জানান, চাগাচর এলাকার আবদুর রহিম প্রকাশ রহিম বকসুর ৪র্থ শ্রেণি পড়ুয়া ছেলে মিতুল প্রতিদিনের ন্যায় কবুতর নামাতে তাদের ঘরের চালে ওঠে। এসময় সে কবুতর নামিয়ে কবুতরের বাসায় ঢোকায় এবং বাসার দরজা বন্ধ করে চাল থেকে নেমে আসছিল। এতে চাল থেকে হঠাৎ পা পিছলে পড়ে যাওয়ার সময় দু’গাছের সাথে বাঁধা একটি নাইলনের রশি ধরার চেষ্টা করলে সেটি তার গলায় পেচিয়ে যায় এবং সে রশিতে ঝুলে যায়। এসময় তার মা টিনের ছাল থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে বের হয়ে দেখেন মিতুল রশিতে ঝুলছে। তখন তার আত্মচিৎকারে আশেপাশের মহিলার এগিয়ে আসেন এবং রশিটি কেটে দিলে সে নিচে পড়ে যায়। এসময় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। নিহত মিতুল দোহাজারী কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানান তার মামা এরফান উদ্দিন তালুকদার। শিশু মিতুলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধমায়ের পর এবার ছেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার ভাবনা