ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া বন্ধ করুন

বিউবো প্রধান প্রকৌশলীর সাথে মতবিনিময়ে সুজন

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার বিকাল ৫টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী হুমায়ূন কবির মজুমদারের সাথে তার দপ্তরে গ্রাহকের বিভিন্ন অভিযোগ বিষয়ে মতবিনিময় করতে গিয়ে এ আহ্বান জানান সুজন।

এ সময় তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, চট্টগ্রামে চাহিদার তুলনায় অধিক পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হলেও প্রাপ্তির ক্ষেত্রে চট্টগ্রাম বঞ্চিত হচ্ছে। এর ফলে বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সামগ্রিকভাবে এর প্রভাব গিয়ে পড়ছে জাতীয় অর্থনীতির উপর। পাশাপাশি আবাসিক খাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর ফলে গ্রাহকের ইলেকট্রনিক্স পণ্য নষ্ট হচ্ছে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বিদ্যুতের উৎপাদন বাড়লেও সম্প্রতি লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। লোডশেডিংয়ের কারণে উৎপাদনমুখী শিল্পকারখানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে পরিবারের শিশু এবং বয়োবৃদ্ধ সদস্যরা কষ্টে ভুগছেন। তাছাড়া বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এ অবস্থায় লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকগণ ভোগান্তিতে রয়েছেন উল্লেখ করে প্রিপেইড মিটারের ব্যবহার আরো সহজতর করার জন্য প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন সুজন। চট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ সময় বিউবোর প্রধান প্রকৌশলী হুমায়ূন কবির মজুমদার বলেন, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার বিষয়টি কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। পাশাপাশি চট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দিতেও মন্ত্রণালয় আন্তরিক। তবে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকগণকে আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানান প্রধান প্রকৌশলী। গ্রাহকদের যেকোন অভিযোগে ১৬৯৯৯ নম্বরে ফোন করার অনুরোধ জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান প্রকৌশলী সম্পা নন্দী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যথাক্রমে অশোক কুমার চৌধুরী, উজ্জ্বল কুমার মোহন্ত, উজ্জ্বল বড়ুয়া, শহিদুল ইসলাম মৃধা, প্রকৌশলী শেখ মো. মাহফুজুল হক, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব মো. হোসেন, মো. শাহজাহান, মো. সেলিম, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, মো. শাহজামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এটিএন বাংলার ২৭ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধউল্টো রথযাত্রায় হাজারো ভক্তের সমাগম