ঘন কুয়াশা ডেকে আনলো মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

ঢাকার বিমানবন্দর থেকে মালয়েশিয়া প্রবাসী জামাতাকে আনতে গিয়ে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর নতুন বাজার ম্যাডাডোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৫ জন। খবর বাসসের। নিহতরা হলেনমৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের নুরুল হকের পুত্র আতিকুর রহমান শিহাব (১২), মেয়ে সাদিয়া বেগম (২০), মেয়ের জামাই মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়া (৩৫) ও তার শিশুকন্যা হাবিবা বেগম () এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক সাতির আলী (৩৫)

নিহতদের স্বজন নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার পিতা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার রাত্রীকালীন টহল অফিসার মনিরুল হক মুন্সি জানানসিলেট থেকে পাথর বোঝাই ট্রাক ঢাকা মেট্রো১১০৩৮৩ কে একই দিক থেকে আসা অপর একটি ট্রাক ঢাকা মেট্রো২৪৫৬৪৮ অতিক্রম করার সময় ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাস

ঢাকা মেট্রো৫৩২০১৩ কে ধাক্কা দেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আরেকটি ট্রাক ঢাকা মেট্রো ন১৫২৯২১ মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে যায়। মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানানদুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে কোন ট্রাক চালককে পাওয়া যায়নি। নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবীজতলায় পাতা লাল হয়ে মরে যাচ্ছে ধানের চারা
পরবর্তী নিবন্ধস্বর্ণের ভরি ৯০ হাজার টাকা ছাড়ালো