গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত সেতু বন্ধন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং মোশাররফ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, বিশেষ অতিথি ছিলেন গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসিন তালুকদার, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. জাফর, গড়দুয়ারা ইউঃ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনাম চৌধুরী, সমাজসেবক মোজাম্মেল হোসেন চৌধুরী মনজু, আবু শাহাদাত হাসান,মহিউদ্দিন চৌধুরী মুরাদ, রাজনীতিবিদ এম,খায়রুল বশর,ডা. শামসুল আলম, তারিকুল কালাম তুহিন,জালাল উদ্দিন টিপু, কাজী নাসির, ক্লাবের সভাপতি ওবাইদুল্লাহ চৌধুরী টিপু, সৈয়দ সালাউদ্দিন,ইমাম হোসেন শাহীন ইউপি সদস্য আবু মুনসুর,লোকমান শিকদার, ফোরকান আলম। এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় ৫নং ওয়ার্ড ৮নং ওয়ার্ডকে পরাজিত করে। প্রেস বিজ্ঞপ্তি।