গ্লোবাল স্পেস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন চুয়েটের টিম এসরো

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চুয়েটের টিম অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনে (এসরো) যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত গ্লোবাল স্পেস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। স্পেস টিমস অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ১৫টির বেশি দেশের ৪০টির অধিক দলের অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতাটি এলিমেন্টারি, মিডল স্কুল এবং সিনিয়র,হাই স্কুল এই ৩ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এতে চুয়েটের টিম এসরো সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয়। টানা ৭ দিন ধরে চলমান এই প্রতিযোগিতায় চুয়েটের প্রতিযোগীরা প্ল্যানেটারি সায়েন্স, স্পেসক্রাফট ডিজাইন, অরবিটাল মেকানিঙ, রিমোট সেন্সিং, এন্ট্রিডিসেন্টল্যান্ডিং, এঙট্রাটেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাটস, হিউম্যান অ্যান্ড রোবোটিক এঙপ্লোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জনের পাশাপাশি ‘ বেস্ট টিম ভিডিও’ ক্যাটাগরিতেও বিজয়ী হয়। বিজয়ী দল টিম এসরো’র সদস্যরা হলেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সজীব কুমার কর ও শুভ আহমেদ, সিএসই বিভাগের আদিল মুবাশশার এবং ইইই বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত বণিক।

উল্লেখ্য, ‘টিম এসরো’ এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং এর পৃষ্ঠপোষকতায় ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এমআইটির বিজ্ঞানী মিজানুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধসাউদার্ণ মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার