গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সানি লিওনের দলে সাকিব

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

বিশ্ব ক্রিকেটের নন্দিত তারকা, বাংলাদেশে কিক্রেটের আইকন সাকিব আল হাসান এবার জুটি বাঁধছেন আরেক বিশ্ব নন্দিত অভিনেত্রী সানি লিওনের সঙ্গে। বিশ্বখ্যাত এই দুই তারকাকে একসূত্রে গাঁথছে ক্রিকেট। আগামী ২০ জুলাই শুরু হতে যাওয়া কানাডা গ্লোবাল টিটোয়েন্টি লিগে সানি লিওনের মালিকাধীন টিম মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। কানাডা গ্লোবাল টিটোয়েন্টি লিগে এবারের আসরে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এ আসরে শুধু সাকিব নন, চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার লিটন দাসও। তিনি খেলবেন সারে জাগুয়ার্সে। জানা গেছে মন্ট্রিয়ল টাইগার্সের মূল মালিকানা অভিনেত্রী সানি লিওনের একার নয়। স্বামী ড্যানিয়েল ওয়েবারও রয়েছেন তার সঙ্গে। এছাড়া ভারতের ধনকুবের হিমাংসু রুপাল এবং রমা হিমাংসুও রয়েছেন মন্ট্রিয়ল টাইগার্স টিমের অংশিজন হিসেবে। তবে বিশ্বজোরা তারকা খ্যাতি সুবাদে মূল ফোকাসটা পড়ছে সানি লিওনের ওপরই। সব কিছু ঠিক থাকলে মাঠের ১৮ গজ মাতাবেন সাকিব আল হাসানলিটন দাসরা আর গ্যালারিতে আলো ছড়াবেন ভারতীয় বংশদ্ভূত বিশ্ব নন্দিত অভিনেত্রী সানি লিওন। সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স ও লিটনের সারে জাগুয়ার্স ছাড়া বাকি দলগুলো হলো মিসিসাউগা প্যানথার্স, ব্র্যাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সঙ্গে সাকিবও মন্ট্রিয়লের আইকন ক্রিকেটার। লিটনের সারের আইকন ক্রিকেটার ইংল্যান্ডের অ্যালেঙ হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ। এর আগে, ২০১৯ সালে কানাডার গ্লোবাল লিগ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর প্রতিযোগিতা আর মাঠে গড়াতে পারেনি। এবার লম্বা বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্ট। আগামী ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর।

পূর্ববর্তী নিবন্ধরাকিবের ভাবনায় এখন কেবলই ভুটান ম্যাচ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ রাজানগর চ্যাম্পিয়ন