গ্রেপ্তার, মামলা ও চক্রান্ত করে আর দাবিয়ে রাখা যাবে না

গণসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় এম এ আজিজ

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ বলেছেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছে মানুষ। গ্রেপ্তার করে, মামলা দিয়ে, চক্রান্ত করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। বিএনপির বিভাগীয় সমাবেশ হবে লাখো জনতার মহাসমাবেশ।
গতকাল শনিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে গঠিত প্রচার উপ কমিটির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন প্রচার উপ কমিটির সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ ও মো. ইদ্রিস আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধনবীন মেলার ৫৬ বর্ষপূর্তি