কর্ণফুলী থানার হত্যা মামলার আসামি মো. আবদুর রহমান (৫০) পলাতক ছিলেন দীর্ঘ ২৪ বছর। অবশেষে ধরে পড়েছেন পুলিশের হাতে। গত বুধবার সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার আবদুর রহমান উপজেলার উত্তর শিকলবাহা এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, কর্ণফুলী থানার ২০০১ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবদুর রহমান হালিশহর এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে আসামি দীর্ঘ ২৪ বছর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।