পনের বছর পর দেশে ফিরেছেন ২১ অগাস্টের গ্রেনেড হত্যা মামলায় ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ। লন্ডন থেকে গতকাল শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি বলেন, মিথ্যা অভিযোগ নিয়ে দেড় যুগ দেশের বাইরে কাটিয়েছেন। ২১ অগাস্টে গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। “পুরোটাই ষড়যন্ত্র। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি”, বলেন হানিফ। খবর বিডিনিউজের।
বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শুভাকাঙ্ক্ষীরা। পরে শতাধিক গাড়ির বহর নিয়ে সাভারের আমিন বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখান থেকে বাবা মায়ের কবর জিয়ারত করেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে অল্প কথা বলেন এ পরিবহন ব্যবসায়ী। তিনি বলেন, “দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখতে পেরে নিজেকে হালকা মনে হচ্ছে। এ এক আলাদা অনুভূতি। স্বজনদের ছেড়ে দীর্ঘ সময় বাইর থাকা অনেক কষ্টের।”