২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা হামলাকারীদের বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ড প্রতিনিধি : বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। গতকাল বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। বক্তব্য রাখেন আ.ম.ম দিলশাদ, এইচ এম তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাঈদ মিয়া, ফেরদৌস আলম মিয়াজি, নজরুল ইসলাম, শিহাব উদ্দীন, নুর মোস্তফা, দিদারুল আলম মেম্বার, আলাউদ্দিন মামুন, তারেক, সাইফুল ইসলাম প্রমুখ।
মোহরা ৫নং ওয়ার্ড যুবলীগ : মোহরা ৫নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নগরীর বাস সিগনাল মোহরা ইস্পাহানী জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, এহছানুল আজিম লিটন, শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, নূরুল আনোয়ার, এস এম আনোয়ার মির্জা, নুরুল ইসলাম, শেখ আহমদ, মোহাম্মদ সেখান্দার, হানফ খান, জাহাঙ্গীর চৌধুরী, মো. আলমগীর, মো. ওসমান গনি, হারুন সিকদার, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, হাজী জসিম উদ্দিন, মো. কফিল উদ্দিন, আবুল কাসেম আরজু, মোর্শেদ আহমেদ, মো. নাহিদ, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, মো. রুবেল, মো. লিপু, মোহাম্মদ ইছাক, মোহাম্মদ হারুন, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, সৌরভ প্রমুখ।
যুবলীগ সংগঠক : ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত মূলহোতা ও সহযোগীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হেলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে গত ২১ আগস্ট বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি স্টেশন রোড পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন যুবনেতা রাজু আহমেদ, মো. রাশেদ, সাজ্জাদ হোসেন, রিদোয়ানুল কবীর সজীব, বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. ফরহাদ, হালিশহর থানা ছাত্রলীগের সভাপতি আশফাক অভি, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. আরমান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ, ১নং ওয়ার্ড ছাত্রলীগের ওসমান গণি (বাবু), মো. বাবলু, মো. সাইফুল, মো. জাহেদ, মো. মারুফ প্রমুখ।
চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান : ১৫ ও ২১ আগস্ট নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার সিজেকেএস শপিং কমপ্লেঙে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উপ কমিটির সভাপতি আনোয়ার পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা রিটু দাশ বাবলু। প্রধান বক্তা ছিলেন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম চৌধুরী মিল্টন, ইউসুফ, মো. জাহেদ, শাহ আলম, আনোয়ার হোসেন আবু, নিজাম উদ্দিন, ওমর ফারুক, আলী, টিপু বড়ুয়া, মহিদুল আলম, ইমরান হাসান রুবেল, রবিউল ইসলাম, জামান মিয়া, মো. নুর প্রমুখ।
আওয়ামী পরিবার চট্টগ্রাম : আওয়ামী পরিবার চট্টগ্রামের উদ্যোগে সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য্য।
দীলিপ কান্তি রুদ্রের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো. আফসার উদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এম.এ সালাম, জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। বিশেষ বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী। বক্তব্য রাখেন অ্যাড. তপন কুমার দাশ, ইবনে আরব জসিম, সুফি দিদারুল আলম, আব্দূর নূর আইয়ুব, মাঈনুল আলম, রায়হান হোসেন, শওকত ওসমান তানজির, সুজন হাজারী।