গ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ ‘মৃত্যুপাখি’

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামআয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২২ফেব্রুয়ারি থেকে ৬মার্চ২৪ পর্যন্ত ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪এর ৬ষ্ঠদিন গতকাল ২৮ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় মিলনায়তনে উত্তরাধিকারপরিবেশন করে নাটক মৃত্যুপাখি

তানভির আহমেদ সিডনী রচিত ও মোসলেম উদ্দিন নির্দেশিত মৃত্যুপাখিনাটকে মুক্তিযুদ্ধের মহান অর্জনের প্রতি বাঙালি জাতি হিসেবে আমাদের উদ্বেলিত ও প্রাণিত করার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধীতাকারীদের প্রতি প্রবল ঘৃণা ও বিবমিষা প্রকাশিত হয়।

৭১ এর ঘাতকদের ঘটানো প্রতিটি কাহিনি বাংলার পাখিদের ঠোঁটে উঠে আসে। যার নাম মৃত্যুপাখি। যুদ্ধাপরাধীদের বিচারে আন্দোলন জোরালো করতে উদ্বুদ্ধ করে।

নাটকে অভিনয়ে অংশ নেন অসিত দাশ পুলক, মঈন উদ্দিন কোহেল, রাজিউল হাসান, মাহমুদ রাসেল, বিটু ভৌমিক, তাসনুভা তানজিন মিশু, গৌরি নন্দিতা, জামাল উদ্দিন জয়, পরিতোষ দাশ বিমল, গৌতম চৌধুরী, জাহেদুল আলম সবুজ, রমিতা ভৌমিক, সুনয়ন দেবনাথ, জেনি সুলতানা, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ মুনির, বাঁধন ।

মিলনায়তনে নাটক শুরুর পূর্বে সন্ধ্যে সোয়া ৬টায় নাট্যকর্মী হৈমন্তী শুক্লা মল্লিকের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যে সোয়া ৬টায় মুক্তনাটক কালপুরুষ নাট্য সমপ্রদায়পরিবেশন করে মুক্তনাটক হাল ছেড়ো না। দলীয় নৃত্য পরিবেশন করবে কালার্স একাডেমি

আজ ২৯ফেব্রুয়ারি সন্ধ্যে সোয়া ৭টায় গণায়ণ নাট্য সমপ্রদায় পরিবেশন করবে নাটক জুলিয়াস সিজার। এর আগে সন্ধ্যে সোয়া ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে সঙ্গীত পরিবেশন করবে চট্টগ্রাম শিল্পী সংসদএবং দলীয় নৃত্য পরিবেশন করবে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র

পূর্ববর্তী নিবন্ধনব্বই দশকের ঢাকার গ্যাংস্টারদের গল্প আসছে সিনেমায়
পরবর্তী নিবন্ধপুলিশ সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত