গ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ কবি

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৯ম দিন গতকাল ২মার্চ মিলনায়তনে মঞ্চস্থ হয় অরিন্দম নাট্যসমপ্রদায়ের নাটক ‘কবি’। আজ ৩মার্চ সন্ধ্যে সোয়া ৭টায় মিলনায়তনে নাটক ‘হিরিম্বা’ পরিবেশন করবে নাট্যাধার। আর সন্ধ্যে সোয়া ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে চট্টলকুঁড়ি ও দীপশিখা নৃত্য গোষ্ঠী। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকবর রেজা, সাবীরা সুলতানা বীণা, সাইফুল আলম বাবু, কাজল সেন, শেখ আনিস মঞ্জুর, শহিদুল মালিক মিরাজ, নাজিম উদ্দীন, পংকজ চৌধুরী, শারমিন আঁখি, জান্নাতুন নাঈম প্রিয়া, সিরাজাম মুনিরা, শান্তু চক্রবর্ত্তী, মিঠু তলাপাত্র, রুবেল চৌধুরী, আনিকা দাশ চেীধুরী প্রমুখ।

এর আগে নাট্যকর্মী গৌরী নন্দিতার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চের অনুষ্ঠানে সন্ধ্যে সোয়া ৬টায় মুক্তনাটক ‘বিষয়টি অরাজনৈতিক’ পরিবেশন করবে কথক থিয়েটার। আর দলীয় নৃত্য পরিবেশন করে কৃত্তিকা নৃত্যালয় ও ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবীর নন্দীর নতুন গান!
পরবর্তী নিবন্ধবোধনের সমাবর্তন