সিডিএফএ রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগে গ্রুপ ‘এ’ তে চ্যাম্পিয়ন হয়েছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৪-০ গোলে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এ জয়ে শোভনীয়া ক্লাব চার খেলায় সর্বোচ্চ ১২ পয়েন্ট পেয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এ গ্রুপে রানার্স আপ হয়েছে আব্দুস সোবহান ফুটবল দল। তারা চার খেলায় ৯ পয়েন্ট পেয়েছে। দুটি দলই সেমিফাইনাল খেলায় অবতীর্ণ হবে। চান্দগাঁও স্পোর্টিং ক্লাব চার খেলার চারটিতেই পরাজিত হয়ে কোন পয়েন্ট ছাড়াই এবারের লিগ শেষ করেছে। গতকাল শোভনীয়া এবং চান্দগাঁওয়ের খেলায় প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৪৪ মিনিটের সময় আত্মঘাতী গোলে এগিয়ে যায় শোভনীয়া। চান্দগাঁওয়ের আনাস নিজেদের জালে বল জড়ালে শোভনীয়া লিড নেয়। ৬০ মিনিটে জিহাত হোসেন শোভনীয়াকে ২-০ গোলে এগিয়ে রাখেন। শোভনীয়ার পক্ষে ৬৭ এবং ৭০ মিনিটে আরো দুটি গোল করেন যথাক্রমে ইফতেখার হাসনাত এবং মো. ওসমান (৪-০)।
‘বি’ গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব টাইব্রেকারে বাংলাদেশ রেলওয়ে এস এ কে পরাজিত করে। এ জয়ে লাকী স্টার ক্লাব পাঁচ খেলায় ১০ পয়েন্ট অর্জন করেছে। তাদের সেমিফাইনাল খেলা এখনো নিশ্চিত হয়নি। এই গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ নির্ধারণের জন্য আজকের নওজোয়ান গ্রীন এবং ফ্রেন্ডস ক্লাবের খেলার উপর নির্ভর করতে হবে। কেননা আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ চার খেলায় ৯ পয়েন্ট এবং ফ্রেন্ডস ক্লাব সমান খেলায় ১০ পয়েন্ট পেয়েছে। লাকী স্টার, ফ্রেন্ডস ক্লাব এবং নওজোয়ান গ্রীণ এই তিন দলের মধ্যে থেকে দুটি দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। রেলওয়ে পাঁচ খেলায় ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে।
গতকাল লাকী স্টার এবং রেলওয়ের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকে। পরে টাইব্রেকারে লাকী স্টার ৪-৩ গোলে রেলওয়েকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দুই দল ১টি করে গোল করে। ১৭ মিনিটে প্রথম এগিয়ে যায় লাকী স্টার। ফ্রি কিক পায় তারা। দলের অধিনায়ক আবদুল আলীম রাব্বি বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন (১-০)। ৩৩ মিনিটে সে গোল পরিশোধ করে দেন বাংলাদেশ রেলওয়ের জামিল মিয়া (১-১)। দ্বিতীয়ার্ধে কোন দল আর গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে জয় পরাজয় নির্ধারিত হয়। এতে লাকী স্টারের পক্ষে গোল করেন যথাক্রমে আবদুল আলীম রাব্বি,দুর্জয় শীল,মেহেদি হাসান এবং ইসতিয়াক আহমেদ। রেলওয়ের পক্ষে মো. ইমন,আজ্জাম এবং মো. জীবন গোল করেন।
কিশোর ফুটবল লিগে এবার যথেষ্ট কড়াকড়ি করা সত্ত্বেও অবৈধ খেলোয়াড় খেলানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে লিগে অংশ নেওয়া কিছু কিছু দলের মধ্যে। আগের খেলায় যে খেলোয়াড়কে খেলানো হয় সেই একই খেলোয়াড় পরবর্তী খেলায় অবৈধ প্রমাণিত হয়। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম জানান,ছবি জালিয়াতি করে এমন ঘটনা ঘটাচ্ছে কিছু কিছু দল। গতকালও এমন কান্ড ঘটে এবং দ্বিতীয় খেলা শুরু হতে অনেক দেরি হয়ে যায়।