গ্রুপিংয়ের রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন নির্বাচনমুখী। আমরা যারা যারা এই দলকে ভালবাসি এবং এই দলের সাথে আছি, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। গ্রুপিংয়ের রাজনীতি থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আমাদের মনে রাখতে হবেআমরা বেগম খালেদা জিয়ার কর্মী, তারেক রহমান সাহেবের কর্মী। এই দুই ব্যক্তিকে যদি আমরা ভালবেসে থাকি, তাহলে এই দলের উন্নয়নের জন্য, দলকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা করা দরকার, সেটাই আমাদের করতে হবে।

গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গুনিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির দুঃসময়ে পৌরসভা নির্বাচনে দলের হয়ে মেয়র প্রার্থী হওয়া হেলাল উদ্দিন শাহ প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী বলেন, গত ১৬ বছর ধরে আমাদের যে ত্যাগী নেতারা ছিলো, তাদের সম্মান দিতেই তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করছি। যে ব্যক্তিটা গত ১৬ বছর ধরে পৌরসভা বিএনপিকে ধরে রেখেছে সেই হেলাল শাহ’র খোজ নিতেই তার বাড়ি আসা। এদিন তিনি পৌরসভা, চন্দ্রঘোনাসহ বিভিন্ন ইউনিয়নে তৃণমূল বিএনপি নেতৃবৃন্দের বাড়ি গিয়ে খোঁজ নেন এবং প্রয়াত কয়েকজন নেতৃবৃন্দের কবর জেয়ারত করেন। হুম্মাম কাদের চৌধুরীর সাথে এদিন জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো মাসব্যাপী আয়ুর বিবি ট্রাস্ট ও দুরন্ত দুর্বারের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সরকারের বিকল্প নেই