৫২তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় থানা পর্যায়ের হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতায় প্রবর্তক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্কুলের মাধ্যমিক শাখার প্রবর্তক সংঘ বাংলাদেশের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হ্যান্ডবল দল রিডার্স স্কুল এন্ড কলেজের দলকে ১–০ গোলের ব্যবধানে এবং সরকারি নাসিরাবাদ গার্লস স্কুলের দলকে ৬–০ ব্যবধানে হারিয়ে জয়লাভ করে। প্রবর্তক সংঘ, বাংলাদেশ আয়োজিত শারদীয় দূর্গা উৎসব পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক হ্যান্ডবল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ডসিংনু মারমা এবং কাবাডি দলের অধিনায়ক এমিও মারমার হাতে ট্রফি তুলে দেন। এ সময় প্রবর্তক সংঘ, বাংলাদেশের সভাপতি ইন্দুনন্দন দত্ত, সাধারণ সম্পাদক ডা. প্রকাশ বিশ্বাস, প্রফেসর ড. রনজিৎ চৌধুরী, ডা. বিদ্যুৎ বিশ্বাস, অমল গুহ, প্রকৌশলী ঝুলন বিশ্বাস, অধ্যাপক বনগোপাল চৌধুরী, প্রফেসর ড. বেনু কুমার দে, শ্যামল বিশ্বাস, সীমা ভট্টাচার্য, অমৃত লাল দে, প্রদীপ কুমার দাশ, কোচ তানজিনা রহমান এবং প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।