গ্রীন বার্ডস স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

গ্রীন বার্ডস স্কুল এন্ড কলেজের সবুজ কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও বৃত্তি প্রদান, কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ৮নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি। তিনি বলেন, পারিবারিক শিক্ষা ও বিদ্যালয়ের শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে একজন শিক্ষার্থী সত্যিকারের মেধাবী ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। ধর্মীয় শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া জরুরি। তিনি বলেন, কোন ধর্ম অন্যায়কে সমর্থন করে না তাই স্ব স্ব ধর্ম কে প্রাধান্য দিয়ে জীবন অতিবাহিত করার তাগিদ দেন। দেশকে এগিয়ে নেয়ার আগামী প্রজন্মকে দেশ পরিচালনার উপযোগী দক্ষ, সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হাতে তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন বার্ডস স্কুল এন্ড কলেজের সেক্রেটারি মোহাঃ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নুরুল হোসাইন, মুহাম্মদ সালাহ উদ্দিন, আহমদুল হক, রফিকুল ইসলাম, হাফেজ মোঃ জসিম, মোহাঃ গিয়াস উদ্দিন, মোঃ এমরান, মোঃ ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন গ্রীন বার্ডস স্কুল এন্ড কলেজের পরিচালক জাবেদ চৌধুরী হিমেল, মোঃ ইরফান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ওয়াসিম এবং উপাধ্যক্ষ হোসনে রেবেকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন বার্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম। অনুষ্ঠান শেষে সকলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। সকল শিক্ষকদের মধ্য থেকে ২০২৪ সেশনের জন্য শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন হোসনে রেবেকা এবং হিরা আকতার ওদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধকর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সাসের সেমিনার