গ্রি এসির নতুন চারটি সিরিজের মোড়ক উন্মোচন

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

দেশের বাজারে আসছে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন চারটি সিরিজ কসমো, সিমো, যেনো এবং ক্লেভিয়া। ইলেক্ট্রো মার্ট পরিবেশ বান্ধব ও বিশেষ প্রযুক্তি সম্পন্ন নতুন সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমে নতুন সিরিজের এই মডেলসমূহ পাওয়া যাবে। নতুন এই সিরিজে থাকছে ন্যানো টেকনোলজি, এআই প্রযুক্তি ও ন্যানো আউটডোর যাহা বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তি। ইতিমধ্যে এই সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে ক্রেতা সাধারনের আস্থা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মাট এই অত্যাধুনিক সিরিজ বাজারজাত শুরু করেছে।

গ্রি এসির এই নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের গুলশান কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন ফারুক, ডিএমডি মো. নুরুচছাপা বাবু ও মো. নুরুল আফছার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ রাফি, নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, এনএসএম জুলহক হোসাইনসহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল ডেন্টাল ইউনিটের ওয়ার্ল্ড অর্থোডন্টিক ডে পালিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফিনলে সাউথ সিটি মেগা র‌্যাফেল ড্র