গ্রাম হবে শহর উন্নয়ন পরিষদের সভা বাঁশখালীর বশির উল্লাহ মিজির বাজারস্থ স্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। বক্তব্য দেন, সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, আবু আহম্মদ, রাজেন কান্তি দত্ত, আবু আহম্মদ, আজিজ আহম্মদ, দীল মোহাম্মদ, নুরুল মুবিন চৌধুরী, নুরুল আবছার, হাফেজ করিমউল্ল্যাহ, আবদুল হালিম। সভায় মুক্তিযোদ্ধা মৌলভী ছৈয়দের নামে চট্টগ্রামের যে কোন স্থানের নামকরণ, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর নামে বাঁশখালীতে যেকোন জায়গার নামকরণ, দৈনিক পূর্বদেশের প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহম্মদের নামে পুঁইছড়ি ইউনিয়নে যেকোন জায়গার নামকরণ করা। প্রেস বিজ্ঞপ্তি।