হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির উত্তর জেলা ও হাটহাজারী থানার সম্মেলন ও প্রশিক্ষণ হাটহাজারী থানার সভাপতি গ্রাম ডা. অসিম দাসগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রিয় সাধরণ সম্পাদক গ্রাম ডা. রতন কুমার নাথ, প্রধান বক্তা ছিলেন সিএমএসএসের পরিচালক এবং মেডিকেল সেন্টার হাসপাতালের চীপ অডিটর ম্যানেজার ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছমাইল, তানভীর আলী প্রান্ত। বক্তব্য রাখেন গ্রাম ডা. এস আর কিশোর, শাহারিয়ার রশিদ জিলান, দেবাশীষ শীল, উদয়ন বড়ুয়া, সুদর্শন আর্চায্য, ফজলুল সোবাহান, আব্দুল কুদ্দুস, অমল কান্তি দে, খোকন কান্তি নাথ, রঞ্জন নাথ, বিজয় দে, জগদীশ চক্রবর্তী, নটু চক্রবর্তী, নারায়ন চৌধুরী, স্বপন কুমার দে, আসমা আহম্মেদ মুনমুন, এইচএকে ফরহাদ।
সভায় সকলের সম্মতিক্রমে ডা. অসিম দাসগুপ্তকে উত্তর জেলার সভাপতি এবং ডা. সুবাস চন্দ্র নাথকে সাধারণ সম্পাদক, ডা. এস আর কিশোরকে হাটহাজারী থানার সভাপতি, ডা. দেবাশীষ শীলকে সাধরণ সম্পাদক করে ২০২১-২০২৩ কার্যকরী কমিটি গঠন করা হয়।