শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধির মাধ্যমে করোনাকালীন শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অলাভজনক প্রতিষ্ঠান মনে না করে বরং এই খাতে প্রয়োজনীয় প্রণোদনা দিয়ে মানবসম্পদ তৈরি কার্যক্রম এগিয়ে নিতে হবে। এছাড়া গ্রামে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সেশনজটে শিক্ষার্থী ও ঘুরে দাঁড়াতে করণীয়’ শীর্ষক ওয়েবিনারে মূখ্য আলোচকের বক্তব্যে রাঙ্গুনিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী এসব কথা বলেন। ফোরামের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্যানেল আলোচক ছিলেন পদুয়া ডিগ্রি কলেজের রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খাজা বাহাউদ্দিন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাবিত্রী দাশ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. ইফতেখার হোসাইন, রাঙ্গুনিয়া মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুহাম্মদ ফজলুল কাদের, রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল শাহ, পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিমুল হক, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষা শাখার সিনিয়র ইনস্ট্রাক্টর মো. রহিম উদ্দিন সিকদার, খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পণ বড়ুয়া প্রমুখ।