গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন সরকার

বোয়ালখালীতে মতবিনিময়ে ছালাম এমপি

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় বোয়ালখালী উপজেলার গ্রামীন অবকাঠামো সংরক্ষন ও সংস্কার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় করেছেন সংসদ সদস্য আবদুচ ছালাম। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম এমপি বলেন, গ্রামীন অবকাঠামো যত বেশী মজবুত হবে দেশের উন্নয়ন ও অগ্রগতি ততই ত্বরাম্বিত হবে। গ্রামের মানুষের জীবনযাত্রা যাতে আরো সহজ হয়, শহরের সকল সুবিধা যাতে গ্রামের মানুষও ভোগ করতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই, কাবিখা সহ সকল উন্নয়ন প্রকল্পগুলোর সর্বোচ্চ সুফল প্রাপ্তি বাস্তবায়ন কমিটিকে নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীসহ কাবিখা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র সম্পদের সুরক্ষা ও ব্যবহারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান
পরবর্তী নিবন্ধমেরিন একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা