গ্রামীণ ব্যাংকের সাবেক সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি লিখেন– শাহজাহান সাহেব ছিলেন গ্রামীণ প্রতিষ্ঠানের এক অটল ভিত্তি–একজন সুদৃঢ়, আত্মবিশ্বাসী আর্থিক বিশারদ, যিনি তাঁর নিষ্ঠা, সততা ও সুস্থির নেতৃত্বের মাধ্যমে শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ পরিবারের বহু প্রতিষ্ঠান গঠনে অসামান্য অবদান রেখেছেন।
তিনি ছিলেন স্বল্পভাষী, কিন্তু প্রজ্ঞাবান–গ্রামীণ কর্মকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে নীরব অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। আমি পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করছি– তিনি যেন মোহাম্মদ শাহজাহান সাহেবের সকল ভুল–ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর সকল সৎকর্ম কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।