গ্রামীণ কল্যাণের মুনাফা : শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল

| শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীকে মুনাফার অংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করেছে হাই কোর্ট। এ রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেয়। গ্রামীণ কল্যাণের করা রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, আবদুল্লাহ আল মামুন ও খাজা তানভীর আহমেদ। গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী গোলাম রাব্বানী শরীফ। খবর বিডিনিউজের।

শ্রম আইনে গ্রামীণ কল্যাণের শ্রমিকেরা লাভের অংশ পাবে কি না সে বিষয়ে রায় দেওয়ার এখতিয়ার শ্রম আপিল ট্রাইব্যুনালের নেই বলে আইনজীবী আবদুল্লাহ আল মামুনের ভাষ্য। তিনি বলেন, এই রায়ের পর গ্রামীণ কল্যাণকে তার সাবেক ১০৬ কর্মীকে লাভের কোনো টাকা দিতে হবে না। শ্রম আইনের ২৩১ ধারা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই ধারা অনুসারে মালিক ও শ্রমিকের মধ্যে কোনো চুক্তি হলে বা মতপার্থক্য হলে তার ব্যাখ্যার জন্য সরাসরি শ্রম আপিল ট্রাইব্যুনালে প্রতিকার চাওয়ার সুযোগ আছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল ব্যাখ্যা দিতে পারে, কোনো আদেশ দিতে পারে না।’

এরপর শ্রমিকরা শ্রম আদালতে মামলা করতে পারবে কি না প্রশ্ন করা হলে মামুন বলেন, ‘তা পারবে না কেন। প্রপার ফোরামে গিয়ে তো মামলা করতেই পারে।’

২০০৬ সাল থেকে ২০১৩ পর্যন্ত ১০৬ জন শ্রমিক বিভিন্ন পদে গ্রামীণ কল্যাণে চাকরি করেছেন। তাদের কেউ অবসরে গেছেন। আবার কেউ চাকরিচ্যুত হয়েছেন। চাকরির পর প্রতিষ্ঠানটির মুনাফার কোনো অংশ তারা পাননি। কিন্তু ২০২১ সাল থেকে গ্রামীণ কল্যাণের মুনাফার অংশ শ্রমিকদের দেওয়া হচ্ছে। এ কারণে এই শ্রমিকরা মুনাফার অংশ চেয়ে প্রথমে গ্রামীণ কল্যাণের কর্তৃপক্ষকে উকিল নোটিস দেন।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়ায় হাইস নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরি আটক ১৪, রোল ও চাকু উদ্ধার
পরবর্তী নিবন্ধচমেকে আরো এক নারী দালাল গ্রেপ্তার