বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হয়েছেন ফারহা নাজ জামান এবং চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হয়েছেন সোলায়মান আলম। আসছে নতুন বছরের প্রথম দিন থেকে তাদের নতুন দায়িত্ব শুরু হবে বলে গতকাল বৃহস্পতিবার গ্রামীনফোন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ফারহা নাজ জামান বর্তমানে গ্রামীনফোনের হেড অব মার্কেটিং এবং সোলায়মান আলম চিফ ডিজিটাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর বিডিনিউজের।
ফারহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরে তিনি টেলিনর এক্সিলারেট লিডার প্রোগ্রাম, লন্ডন বিজনেস স্কুল, টেলিনর স্ট্র্যাটেজি এক্সিকিউশন অনলাইন প্রোগ্রাম (আইএনএসইএডি) থেকে লিডারশিপ ও স্ট্রাটেজি কোর্স সম্পন্ন করেন। অ্যাজাইল ফান্ডামেন্টালস ও ডিজিটাল মার্কেটিংয়েও তার সনদ রয়েছে। তিনি ‘এশিয়া’স টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার অব দ্য ইয়ার ২০২৩’ এবং একই বছরে ‘জেসিআই উইমেন অব ইনস্পাইরেশন অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।
অপরদিকে সোলায়মান আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিবিএ সম্পন্ন করেন। টেলিনর এক্সিলারেট লিডার প্রোগ্রাম, সার্টিফাইড ইউজেবিলিটি অ্যানালিস্ট, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ইনস্পায়ার লিডারশিপ প্রোগ্রামসহ বিভিন্ন সনদ রয়েছে তার। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘চিফ ডিজিটাল অফিসার অব দি ইয়ার ২০২১–২২’ পুরস্কার পেয়েছেন তিনি।