গ্যাসের চুলা থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১ মে, ২০২৪ at ৭:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে গ্যসের চুলা থেকে আগুন লেগে ৭টি পরিবারের ৩টি সেমি পাকা এবং ৪টি বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ মে) উপজেলার রোসাংগিরি ইউপির ৬নং ওয়ার্ডের বিল্লা মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাড়ির মো: আলি আকবর, মো: জমির, মোহরম আলী, মোহাম্মদ আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার এবং মঞ্জুরা খাতুনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দীন বলেন- আমার ঘরের পাশে চাচাতো ভাইদের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মো: আরিফের ঘরে গ্যাসের চুলায় চা দিয়ে বাইরে চলে আসার পর চুলার আগুন থেকেই হটাৎ এ আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭ পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭ পরিবারের বসতঘর পুড়েছে। এ ঘটনায় আনুমানিক ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসুপেয় পানির হাহাকার চট্টগ্রামে!
পরবর্তী নিবন্ধ‘স্বস্তির’ এক পশলা বৃষ্টি