গ্যালারিতে দর্শকদের সঙ্গে মারামারিতে জড়াল উরুগুয়ের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলা শেষের বাঁশি বাজার বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে ততক্ষণে। সেমিফাইনালে হারের হতাশা গ্রাস করে রেখেছে উরুগুয়ে দলকে। হুট করে বদলে গেল পরিস্থিতি। দলের কয়েকজন ফুটবলার তেড়ে গেলেন গ্যালারির দিকে। হাতাহাতি, মারামারিতে জড়ালেন কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরের ঘটনা এটি। কলম্বিয়ার কাছে ১০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পর দর্শকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। কোপা আমেরিকার ব্রডকাস্টার ফক্স সকারে দেখা গেছে, ডাগআউটের পাশের সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতি করছেন দারউইন নুনেস, হোসে মারিয়া হিমেনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোসহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলাররা।

এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটাই স্পষ্ট, দর্শকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের প্রায় সব ফুটবলারের অংশগ্রহণ। পরে ব্রডকাস্টার চ্যানেলে দলের অধিনায়ক হিমেনেস জানান, মূলত পরিবারের সদস্যদের রক্ষা করতেই গ্যালারিতে তেড়ে গিয়েছিলেন তারা। কর্তৃপক্ষ থামিয়ে দেওয়ার আগেই আমার কিছু বলা উচিত। কারণ পরে তারা মাইকের সামনে কিছু বলতে দেবে না। তারা চায় না এই বিপর্যয়ের ব্যাপারে আমি কিছু বলি। দয়া করে সতর্ক থাকুন। আমাদের পরিবার গ্যালারিতে থাকে। সেখানে সদ্যোজাত শিশুরাও থাকে। এটি পুরোপুরি একটা বিপর্যয় ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না। তাই আমাদেরই পরিবারের সদস্যদের রক্ষা করতে হয়েছে। এ সময় গুটিকয় দর্শককে দায় দেন উরুগুয়ে অধিনায়ক। এটি দুইতিন জন দর্শকের ভুল, যারা অনেক বেশি পান করে ফেলেছিল এবং তারা জানে না কীভাবে পান করতে হয়। ম্যাচের প্রথমার্ধে হেফারসন লার্মার করা গোলে উরুগুয়েকে হারিয়ে ২০০১ সালের পর আবার ফাইনালে উঠে যায় কলম্বিয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাটিরহাট স্কুল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া