বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফটিকছড়ি উপজেলা কমান্ডের উদ্যোগে ইফতার মাহফিল গতকাল বুধবার উপজেলার জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খাদিজাতুল আনোয়ার সনি এমপি। তিনি বলেন, বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। উন্নত রাষ্ট্রের দিকে ধাবমান বিশ্বের অন্যতম জাতি। যারা হাজার বছরের পরাধীনতার শেকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল একদিন। যার পথ ধরেই ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। বাঙালির সেই গৌরবদীপ্ত বিজয়ের পেছনে সবটুকু অবদান আমাদের মুক্তিযোদ্ধাদের। তাদের সে ঋণ পূরণ করা সম্ভব নয়। তবে আমরা সবাই তাদের প্রাপ্য স্থান এবং সম্মানটুকু যেন দিতে চেষ্টা করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানার ওসি মীর মুহাম্মদ নুরুল হুদা, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, খায়রুল বশর চৌধুরী, বোরহান উদ্দিন, মাহবুল আলম, আমিনুল, নানুপুর ইউপি চেয়ারম্যান নুরুন্নবী রোশন, জুবাইদা সরওয়ার নিপা, মাঈনুল করিম সাউকি প্রমুখ।