গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

তরুণদেরকে মাদকাসক্ত, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল এর আসক্ত থেকে দূরে রেখে একটি সুন্দর ও সুস্থ্য সমাজ গড়ার প্রত্যয়ে এফসি গোসাইলডাঙ্গা ইউনাইটেড এর উদ্যেগে প্রতিবারের ন্যায় এবারাও গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আগ্রাবাদ নগরী সিডিএ এলাকার এমিগোস স্পোর্টস পার্ক টার্ফে গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এফসি গোসাইলডাঙ্গা ইউনাইটেড এর প্রধান সমন্বয়ক সজীব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক রতন দে, সজীব ঘোষ সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক চট্টগ্রাম দক্ষিন এবং জোনাল প্রধান ও উপমহাব্যবস্থাপক অজয় চৌধুরী পিন্টু। প্রভাত চক্রবর্তী, পলাশ চক্রবর্তী, শাহ আতাউল গনি খান, ফখরুল ইসলাম কাওসার, বিশ্বজিৎ দাশ (জুয়েল), আরাফাত রহমান (রবিন), আলম, মানিক দে, ত্রীদিপ রাহা মিঠু, শিবু প্রসাদ চৌধুরী, শুভ্র দাশ, হাসান রাসেল, মিনহাজ। এবারের গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপে মোট ১৮ টি দল অংশগহণ করছে। এসময় আরো উপস্থিত ছিলেন গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে বিধান, সুমন, কিরন, নয়ন, অর্ক, ধ্রুব, বিনয়,স্বপ্ন, বিশু, রাজু, সুরেশ , দেবরাজ , বিবেক , ইমন ও দ্বীপ। বিজয় কর (মালু)। উদ্বোধনী খেলায় “ভেজেটারিয়ান ভপ” কে টাইব্রেকারে পরাজিত করে বিদ্যাপীঠ কোচিং সেন্টার।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির চাপ যুক্তরাষ্ট্রের, ট্রাম্প পুতিন ফোনালাপ আজ
পরবর্তী নিবন্ধ৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী