নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ও নিমতলা ওয়ার্ডের সংগঠন গোসাইলডাঙ্গা নবজাগরণ ক্লাবের আয়োজনে গোসাইলডাঙ্গা আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩ অক্টোবর শুক্রবার নগরীর আগ্রাবাদ সরকারি কলোনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রথী ব্লু ডিমন্স টাইব্রেকারে ৫–৩ গোলে ঐকতান ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলায় ১–১ গোলে ড্র হলে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। মো. ফখরুল ইসলাম কাউসার ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া ম্যান অব দ্যা টুর্নামেন্ট শুভ্র দাশ,সেরা গোলদাতা মো. জোবায়ের এবং সেরা গোলকিপার হন ফখরুল ইসলাম কাউসার। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত পাভলু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. রায়হান উদ্দিন রুবেল।
বিশেষ সংবর্ধিত অতিথি ছিলেন মো. শাহ আরমান খান, মো. শাহনেওয়াজ খান, মো. ইমরান, মো. জাহেদ, মো. লিটন,মো. মশিউর রহমান ভোলা, জায়েদ কাইসার, মো. মনির, মো. কামরুল হাসান,সজীব ঘোষ সাজু, বিজয় কর মালু, পলাশ চক্রবর্তী। মো. আশিক ও মাইনু এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. শাহ আতাউল গনি খাঁন। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন খালেদ, মিনহাজ, সজীব, রবিন, রুবেল, রাজীব, লিটন,কাওসার,হাসান, জুবায়ের, তুষার, হৃদয়, সাকিব, ফয়সাল, সাজ্জাদ, মাইনু,সিফাত,সাকিব,সুজন, তুহিন ও মুন্না প্রমুখ।