উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখার ১৩৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় মেসার্স গোল্ডেন শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাঁচ পরিচালকের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
পাঁচ পরিচালক হলেন সোলায়মান চৌধুরী, আমির আকবর চৌধুরী, মো. মীর কাশেম চৌধুরী, মো. সেলিম রাজা চৌধুরী ও মো. করিম আওয়ান চৌধুরী। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা ঋণ আদায়ে ২০০৩ সালে অর্থঋণ মামলা দায়ের করেন।
এ মামলায় ডিক্রি জারির পরও ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে অর্থ জারি মামলাটি দায়ের হয়।