আলহাজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে এস.এস ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ডে তারা হারায় কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমিকে। আগে ব্যাট করে এস.এস.ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ১৯ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমি ১০৬ রানে ওভারে সব উইকেট হারায়। বিজয়ী দলের রনির হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অর্ক লার্নিং সেন্টার এর ডাইরেক্ট মো. জাকির হোসেন।