গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচের দিন হিন্দু মহাসভার ‘ধর্মঘট’

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৪৯ পূর্বাহ্ণ

ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ ওঠে ভারতে। এ নিয়ে দেশটির কিছু গণমাধ্যম ভুল তথ্যও প্রকাশ করে। যে কারণে দেশটির একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশভারত দ্বিতীয় টেস্ট বাতিলের হুমকি দেয়। কিন্তু হিন্দু মহাসভার এই হুমকি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার তারা ডাক দিয়েছেন নতুন কর্মসূচির। বাংলাদেশভারত টিটোয়েন্টি বাতিল করার জন্য ‘বন্ধ’ অর্থাৎ ধর্মঘট ডেকেছে তারা। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টিটোয়েন্টি যাতে হতে না পারে সে জন্য এমন কর্মসূচি তাদের। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ ডাক দিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় কর্মসূচি আওতামুক্ত। গতকাল অবশ্য এর প্রতিক্রিয়া দেখায় তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। সেখানে এক রাস্তায় আগুণ জ্বালিয়ে প্রতিবাদ করে হিন্দু মহাসভার লোকজন। যে কারণে সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়া ২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার।

পূর্ববর্তী নিবন্ধএবার শুধু নারীদের নিয়ে ম্যাচ অফিসিয়ালের প্যানেল
পরবর্তী নিবন্ধভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ