গোপালগঞ্জে ৪ মামলায় আসামি তিন হাজার, গ্রেপ্তার ২৭৭

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ জেলায় কারফিউ শেষে আজ রোববার সকাল থেকে আবার ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা বহাল থাকবে রাত ৮টা পর্যন্ত। গতকাল শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছেন বলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারায় এটি জারি থাকবে। এ ধারা অনুযায়ী ওই সময় জেলার যেকোনো স্থানে যেকোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবা ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে। এদিকে গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলাসংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়, যেখানে আসামি করা হয় তিন হাজারের বেশি মানুষকে। পুলিশ বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনে মোট ২৭৭ আসামিকে গ্রেপ্তার করেছে। খবর বিডিনিউজের।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, শনিবার রাত ৮টা থেকে জেলায় রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল রয়েছে। কারফিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে ব্যাপক সংঘাতসহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।

চার মামলা, গ্রেপ্তার ২৭৭ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টিএনসিপির কর্মসূচি ঘিরে হামলাসংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে তিন হাজারের বেশি মানুষকে। এসব মামলার আসামির তালিকায় আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মীসহ ৩৫৮ জনের নাম রয়েছে। অজ্ঞাত আসামি ২৬৫০ জন। এসব মামলায় ২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবগুলো মামলাই করেছে পুলিশ। সবশেষ মামলাটি হয় শুক্রবার রাতে; গোপালগঞ্জ সদর থানায়।

সব মিলিয়ে চার মামলায় পুলিশ ২৭৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বৃহস্পতিবার ১৬৭ জনকে ও শুক্রবার ১১০ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবারের গ্রেপ্তারের তথ্য পুলিশ এখনও দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
পরবর্তী নিবন্ধরুট পারমিট না থাকা ৭০ যানবাহন আটক