গেটে বসে সেবা দিলেন এসিল্যান্ডরা

চট্টগ্রাম ভূমি অফিস ।। উমেদার ছাঁটাই করছে জেলা প্রশাসন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ভূমি অফিসকে কেন্দ্র করে যুগ যুগ ধরে চলে আসা দুর্নীতি প্রতিরোধে উমেদার ছাঁটাই করছে জেলা প্রশাসন। নগর ও জেলার বিভিন্ন ভূমি অফিস থেকে ইতোমধ্যে ১৩০ জন উমেদারকে ছাঁটাই করা হয়েছে। আরো রয়েছে প্রায় ১০০ জন। আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকেও ছাঁটাই করা হবে। এসব উমেদাররাই দীর্ঘদিন ধরে ভূমি অফিসকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজাদীকে বলেন, আমাদের নিয়মিত স্টাফ বদলি হলেও উমেদার থেকেই যায়। ভূমি অফিস কেন্দ্রিক দালালদের আধিপত্যের পেছনে এ উমেদাররাই দায়ী। এসি ল্যান্ডের কাছে যেতে হলে কমপক্ষে তিনজন উমেদারের কাছে জবাবদিহি করতে হয় সেবাপ্রার্থীকে।
জেলা প্রশাসক বলেন, গত একমাস ধরে চলছে আমাদের অভিযান। তালিকা করে গত একমাস ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের সংখ্যা প্রায় আড়াই শ’র মতো। ইতিমধ্যে ১৩০ জনকে বিভিন্ন অফিস থেকে ছাঁটাই করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিমুক্ত ভূমি অফিসই সাধারণ মানুষের প্রত্যাশা উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, আমরা নতুন একটি কার্যক্রম হাতে নিয়েছি। এখন থেকে আগামী একমাস এসিল্যান্ডরা তাদের অফিসের গেটে বসে সেবা প্রার্থীদের প্রত্যাশিত সেবা দেবেন। উমেদার কিংবা অন্য কারো সাহায্য ছাড়াই সেবা প্রার্থীরা এসিল্যান্ডের কাছ থেকে সেবা নেবেন। প্রয়োজনে এসিল্যান্ডই সেবা প্রার্থীদের অফিস ভবনে থাকা অন্যান্য ডেস্কে পাঠাবেন। রোববার প্রথমদিন নগরীর ৬টি ভূমি অফিসের গেটে বসে সেবাপ্রার্থীদের সেবা দিয়েছেন এসিল্যান্ডরা উল্লেখ করে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, আমাদের এ কার্যক্রম আপাতত নগরীতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ভূমি অফিসেও শুরু হবে। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। থানায় হওয়া মামলা পুলিশ তদন্ত করছে। দুদকের করা মামলা দুদকের তদন্ত কর্মকর্তারা দেখছেন। অনেকে ভূমি অফিস ও আমাদের এল.এ শাখা এড়িয়ে চলছেন।
উল্লেখ্য, সরকারি বিভিন্ন অফিসে কোনো রকম নিয়োগ ছাড়াই যুগ যুগ ধরে কাজ করছেন উমেদাররা। মূলত, অফিসারদের সহযোগিতা করেন তারা। তারা দৈনিক হিসেবে মজুরি পেয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা কারাগারে ফিরলে নতুন সিদ্ধান্ত হয়ত নেওয়া যায় : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মেম্বার প্রার্থীর ফলাফল ঘোষণা নিয়ে হামলা, প্রার্থীসহ গুলিবিদ্ধ ৪