গেটম্যানকে আসামি করে আদালতে সোপর্দ

খুলশীর রেল ক্রসিং দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশী-ঝাউতলা রেলক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় গেটম্যান আশরাফুল আলমগীর ভূইয়াকে আসামি করা হয়েছে। খুলশী পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আলমগীরকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলেও রেলওয়ে থানা পুলিশ গতকাল তাকে আদালতে সোপর্দ করে।
এই ব্যাপারে রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন আজাদীকে জানান, খুলশী থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত খুলশী-ঝাউতলা রেল ক্রসিংয়ের বহিস্কৃত গেইট কিপার আশরাফুল আলমগীর ভূইয়াকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি। গেটকিপার আলমগীরকে মামলার আসামি করা হয়েছে।
এ ঘটনায়ায় ঘাতক বাস ড্রাইভারকে এক নম্বর আসামি এবং গেটম্যান আলমগীরকে দ্বিতীয় আসামি করা হয়। গত রোববার রাতে ঝাউতলা এলাকা থেকে গেটম্যান আলমগীরকে আটক করে খুলশী থানা পুলিশ।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর নগরীর খুলশী-ঝাউতলা জাকির হোসেন সড়কে রেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস-সিএনজি টেঙি ও মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে পাহাড়তলী ডিগ্রী কলেজের এবারের পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন, ট্রাফিক কনস্টেবল মো. মনির হোসেন এবং ইঞ্জিনিয়ার সৈয়দ বাহাউদ্দিন আহমেদ নিহত হন। আহত হন আরো ১০ জন।
এদিন ট্রেন আসার সময়ে গেটম্যান আশরাফুল আলমগীর ভূইয়া ক্রসিংয়ের পশ্চিম পাশের ব্যারিয়ার ফেললেও পূর্ব পাশের ব্যারিয়ার না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ-রেলওয়ে কর্মকর্তা এবং প্রত্যাক্ষদর্শীরা অভিযোগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসু চির চার বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরের ২৭ মামলার আসামি মশিউর অস্ত্রসহ আটক