নগরীর সদরঘাটের একটি হোটেলে আটকে রেখে এক গৃহিণীকে ধর্ষণের দায়ে মো. ফরিদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. ফরিদ চট্টগ্রামের সন্দ্বীপের চুনু মিয়ার বাড়ির মৃত ফখরুল ইসলামের ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।
এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ভিকটিম গৃহিনীকে সাথে করে সদরঘাটের একটি হোটেলে উঠেন মো. ফরিদ। সেখানে ওই গৃহিনীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি ভিকটিম তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে মো. ফরিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় মো. ফরিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












