গৃহস্থকে খুন করে পালালো চোর

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চুরি করতে গিয়ে গৃহস্থের হাতে ধরা পড়েছিল চোর। কিন্তু সুযোগ বুঝে গৃহস্থকেই খুন করে পালিয়ে গেল সেই চোর। চোরের হাতে নিহত ব্যক্তির নাম সুলতান আহম্মদ (৫৭)। এ সময় চোরের হামলায় ওই গৃহস্থের ভাতিজা ইকবাল হোসেনও (৩৩) গুরুতর আহত হন। গতকাল রবিবার ভোর ৫টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ খাদেমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সুলতান কনফিডেন্স সিমেন্ট কারখানার গাড়িচালক ছিলেন। তিনি একই এলাকার মৃত মকবুল আহমেদের পুত্র। এদিকে এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে
আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সুলতান আহমদ কোরবান আলী শাহ এবাদত খানার মসজিদে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন এক চোর ঘরের পেছন দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এ সময় সুলতান আহম্মদ চোর-চোর চিৎকার করে তাকে জাপটে ধরে ফেলেন। এক পর্যায়ে ওই চোর নিজেকে ছাড়িয়ে নিতে সুলতানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে সুলতান গুরুতর আহত হন। পরে সুলতানের চিৎকারে তার ভাতিজা ইকবাল এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই চোর। পরিবারের লোকজন সুলতানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে শিক্ষকরাও মাদকের কারবারে
পরবর্তী নিবন্ধশঙ্খে মাছ ধরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে