গৃহবধূকে ছুরিকাঘাত করে মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনতাই

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় দিনে দুপুরে তাসলিমা নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বুধবার বেলা বারোটার দিকে খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। তিনি নগরীর পাহাড়তলী থানাধীন ঝরনাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে ডবলমুরিং থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আবুল কাশেম ভূঁইয়া আজাদীকে বলেন, ছুরিকাঘাতের সংবাদটি আমরা পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশায় করে তাসলিমা ও তার মেয়ে তাইফা যাচ্ছিলেন। মনসুরাবাদ খাদ্য গুদামের সামনে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এসময় তাসলিমা মোবাইল, দুটি স্বর্ণের চেইন দিতে না চাইলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপরীমনির মামলা গেল জজ আদালতে
পরবর্তী নিবন্ধমহসীন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩