বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার নিগার সুলতানা (১৬) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলায় স্বামী মো. হেলালকে (২৮) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবারু নিহতের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে মো. হেলালকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন, হেলালের বড়ভাই মো. এনামুল হক (৪০) ও ভাবী আয়েশা আক্তার (২৩)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের পর স্বামী মো. হেলালকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।