গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন

রাঙামাটির বিলাইছড়ি

| শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত বড়তলী ইউনিয়নের চেয়ারম্যান আতুমং মারমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১.৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তংচঙ্গ্যা। তিনি বলেন, ‘গুলিতে আহত হওয়ার পর থেকেই চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন আতুমং মারমা। বৃহস্পতিবার রাতে তার সঙ্গে থাকা ওয়ার্ড মেম্বার ও স্বজনরা ফোন করে জানিয়েছেন তিনি সেখানেই মারা গেছেন।’ খবর বিডিনিউজের। ৫১ বছর বয়সী আতুমং মারমার বাড়ি বড়থলি ইউপির মারমা পাড়ায়। বিলাইছড়ি উপজেলা নির্বাচনের দিন গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বড়থলী পাড়ায় একটি বাড়িতে রাতের খাবার খাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুটি মহিষ চুরি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আট যুবক আটক